ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত

  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 277182 জন
ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৭ই মে(শুক্রবার)ট্রলিচালক দুর্জয়(১৮) তার অপর সহযোগী ট্রলির মালিক(২২)খোরশেদ সহ ভুট্টা বোঝাই ট্রলি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে খয়েরবাড়ী থেকে ফুলবাড়ীর দিকে যাওয়ার পথে বেলা সাড়ে ১২টার সময় খয়েরবাড়ী। 



উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে হঠাৎ  ট্রলির এক্সেল ভেঙে চালক ও অপর সহোযোগির উপর চাপা পড়ে।এসময় স্থানীয়রা ভুট্টার বস্তা সরিয়ে তাদেরকে গুরুতর ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত ট্রলির মালিক খোরশেদের বাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের ফকিরপাড়ায় এবং নিহত ট্রলি ড্রাইভার দুর্জয়ের বাড়ি খয়েরবাড়ি ছত্রিপাড়াতে। 



অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দুজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রলি ড্রাইভার দুর্জয়কে মৃত ঘোষণা করেন।পাশাপাশি অপর সহযোগীর অবস্থা সংকটা পণ্য উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজে প্রেরন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন