ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় সাংবাদিক ছিফাত রহমান সনম অসুস্থঃ সকলের কাছে দোওয়া চাই

  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 104247 জন
পাবনায় সাংবাদিক ছিফাত রহমান সনম অসুস্থঃ সকলের কাছে দোওয়া চাই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতি পত্রিকার প্রধান প্রতিবেদক ও যমুনা টেলিভিশন এর পাবনা জেলা প্রতিনিধি; পাবনা প্রেসক্লাবের নির্বাচনে একাধিকবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট লেখক মো. ছিফাত রহমান সনম মারাত্মক ভাবে অসুস্থ। তিনি শুক্রবার( ৮ নভেম্বর২০২৪) রাতে হঠাৎ  করে অসুস্থ হলে তাকে তাৎক্ষণিক ভাবে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পাবনা মেডিক্যাল কলেজের চিকিৎসকবৃন্দ তাকপ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করেছেন। 


তিনি একজন রক্তদাতা ! প্রায় সত্তর বার রক্ত দান করেছেন। ডাক্তারদের ধারানা হয়তো সে কারণেই তার রক্তের হিমোগ্লোবিন লেবেল অনেক নেমে গেছে। এছাড়াও তার একটি মাইন্ড স্ট্রোকও  হয়েছে বলে স্থানীয় চিকিৎসকগণ ধারণা করছেন।


ছিফাত রহমান সনমের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোওয়া চেয়েছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট,সাংবাদিক-গীতিকার,পরিবেশ ও,মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি- প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি বলেছেন।


আমরা সকলে দোয়া করি আল্লাহ তায়ালার দরবারে, তিনি যেন সনম ভাইকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ভালো কাজের জন্য ফিরিয়ে দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন