ঢাকা | বঙ্গাব্দ

তীব্র তাপদাহে কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • আপলোড তারিখঃ 24-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 284168 জন
তীব্র তাপদাহে কেশবপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পৌর শহরের কেশবপুর গাজীর মোড়ে রিপোর্টার্স ক্লাবের সামনে ভ্যান চালকও সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। 


তীব্র তাপদাহে কেশবপুরে রিকশা ভ্যান চালক, পথচারী ও বাসযাত্রীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন রিপোর্টার্স ক্লাব।


বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কেশবপুর পৌর শহরের গাজীর মোড় রিপোর্টার্স ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়।   কেশবপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুরাইরা রাসেল  এ আয়োজন করেন। এই কার্যক্রম চলমান রাখবে বলেও জানানো হয়। এই আয়োজনে উপস্থিত উক্ত ক্লাবের দপ্তর সম্পাদক সহ আরো বিশিষ্ট ব্যাবসায়ীরা।


সুপেয় পানিতে তৃষ্ণা মেটানো কয়েকজন বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এগিয়ে আসা উচিত।


সাংবাদিক আবু হুরাইরা রাসেল বলেম, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চাই মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। দপ্তর সম্পাদক আবু জার গিফারী বলেন এই কার্যক্রম চলমান থাকবে তিব্র গরমে সাধারণ মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন