ঢাকা | বঙ্গাব্দ

হলদে পাখি

  • আপলোড তারিখঃ 19-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 283436 জন
হলদে পাখি ছবির ক্যাপশন: সংরক্ষিত ছবি
LaraTemplate

হলদে পাখি

শাহ জামাল উদ্দিন

যে পাখির পিঠে চড়ে
অন্ধকার নদী পার হয়ে
সূর্যের গোলাপী আলোতে গিয়েছি
সাগর সৈকতে উদ্বেলিত ঢেউয়ের
ছোঁয়ায় মেতেছি ।

অনেক বেদনা ঝরে গেছে
যে পাখির পিঠে চড়ে
ঘুরে ঘুরে ক্লান্ত অন্ধকারে
আজ তার ডানা ভেঙ্গে গেছে
বেদনার ঝড়ে ।

নিরাভরণ নিরুত্তর পাখিটি আমার
ক্লান্তিহীন বেদনায় ডুবে গেছে
অথচ নদীর মত কত সৌন্দর্য
তার জীবনের বাঁকে বাঁকে
তবু সে কষ্টে থাকে ।

রাতের পেঁচারা
কুটিল সন্দেহ ছড়িয়ে দিয়েছে
বাতাসে - ভাটিতে
পাখিটি এখন লজ্জায় নিজেকে
লুকিয়ে রাখে ।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২