ঢাকা | বঙ্গাব্দ

সেলফি রোডে সেলফিপ্রেমীদের ভিড়

  • আপলোড তারিখঃ 17-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 287276 জন
সেলফি রোডে সেলফিপ্রেমীদের ভিড় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের একটি রোড ‘সেলফি রোড’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিত হয়ে উঠেছে। এই রোডে প্রতিদিন বিকেলে শহরসহ আশপাশের এলাকা থেকে শত শত কিশোর কিশোরীরা ছুটে আসে সেলফি তুলতে। রাস্তাটি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর এলাকায়।


সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এ সড়কটির সৌন্দর্যের ছবি ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। একদল যুবক বসে গিটার বাজিয়ে গাইছে গান। কেউ ভিডিও তৈরি করছেন টিকটকের জন্য। কেউবা দোকন দিয়েছেন জীবিকার জন্য।


এই সড়কে ভিডিও কনটেন্ট তৈরি করতে দেখা গেছে Risky Nizam ও নামের এক যুবককে। তিনি জানান,  প্রায়ই  ঘুরতে আসেন এখানে। সঙ্গে কিছু ভিডিও তৈরি করেন টিকটকের জন্য। তার টিকটক আই ডি টির নাম ( Tiger Risky Nizam)  সবার সাপোর্ট ও ভালোবাসা প্রত্যাশা কামনা করে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন