ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

  • আপলোড তারিখঃ 13-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 288113 জন
মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।


শুক্রবার, ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন, পোড়াবাড়ীয়া এলাকার শহীদুল্লাহর ছেলে নাইম (২৮) এবং পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের ছেলে শরীফ (২২)।


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, “আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী নাইম ঘটনাস্থলেই মারা যান।


গুরুতর আহত শরীফ, তার বোন লিজা (২৩) ও পোড়াবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিমকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই শরীফের মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন