ঢাকা | বঙ্গাব্দ

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন কারাগারে

  • আপলোড তারিখঃ 01-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 241094 জন
হত্যা মামলায়  ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন কারাগারে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. মুছলেহ উদ্দিনকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক ।



সোমবার, ১ জুলাই সকালে সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মো. মুছলেহ উদ্দিন উপজেলা পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।


উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।


এতে কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় ২৭ এপ্রিল নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম।


উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা হয়, নিহত কলেজ ছাত্রের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান, জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন