ঢাকা | বঙ্গাব্দ

জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটির জেলা শাখার অভিষেক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 03-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 290115 জন
জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটির জেলা শাখার অভিষেক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

রাঙ্গমাটিতে জাগো হিন্দু পরিষদের অভিষেক,  কর্মী সম্মেলন, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সনাতনী ছাত্র-ছাত্রীকে সম্মাননা, গুণীজন সম্মাননা ও পৌরশাখার প্রথম বার্ষিক সম্মেলন   অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ শুক্রবার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ  শ্রীমৎ  স্বামী  সনাতন ঋষি মহারাজের  মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।


জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু,  মহিলা সম্পাদীকা ইশা দে তীথি ও অশ্রু মুৎসুদ্দির   সঞ্চালনায়  জাগো হিন্দু পরিষদ  রাঙ্গামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার  মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী ও প্রধান বক্তা সুজন দাস সভাপতি জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি, আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. হিরো সুশীল যুগ্ম  সাধারণ সম্পাদক JHP চট্টগ্রাম জেলা, অরূপ দাস রুবেল উপদেষ্টা JHP রাঙ্গামাটি জেলা, উজ্জ্বল নাথ দপ্তর সম্পাদক JHP দুবাই শাখা,  সজিব দেবনাথ সভাপতি JHP সৌদিআরব শাখা,  সুমন কান্তি দে সাংগঠনিক সম্পাদক শারদাঞ্জলী ফোরাম রাঙ্গামাটি জেলা। 

এবং দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও মহান অতিথি শহীদুজ্জামান মহসিন রোমান  উপজেলা চেয়ারম্যান, এবং প্রধান বক্তা ত্রিদীব কান্তি দাস উপদেষ্টা জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা।

আলোকিত অতিথি, অমলেন্দু হাওলাদার সভাপতি বাংলাদেশ  পূজা  উদযাপন পরিষদ রাঙ্গামাটি   , বিপুল ত্রিপুরা সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা  উদযাপন পরিষদ রাঙ্গামাটি  , আশিষ দাশগুপ্ত সাধারণ সম্পাদক শ্রী শ্রী জন্মাষ্টমী  উদযাপন পরিষদ  রাঙ্গামাটি , স্বপন কান্তি মহাজন উপদেষ্টা শ্রী শ্রী শংকর মিশন  রাঙ্গামাটি জেলা ,খোকন কুমার দে অর্থ সম্পাদক শ্রী শ্রী  জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি   , লিটন খাস্তগীর উপদেষ্টা JHP ওমান শাখা,  টমাস নাথ সাধারণ সম্পাদক JHP ওমান শাখা, সবুজ দাশগুপ্ত টিম লিডার স্বেচ্ছাসেবী সনাতন ফাউন্ডেশন   JHP রাঙ্গামাটি জেলা , জয় দে প্রতিষ্ঠাতা পরিচালক   কুঁড়েঘর সনাতনী পরিবার। 


অনুষ্ঠানে শুরুতে ২য় অধিবেশনে কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে অডিও কনফারেন্সে জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক সুজন দাশ  মহোদয়ে  বক্তব্য রাখেন এবং জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটির জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন ও রাঙ্গামাটি জেলা কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সনাতন ঋষি মহারাজকে শপথ বাক্য পাঠ করার অনুরোধ জানান। 

অনুষ্ঠানে অন্যান্য আগত অতিথিবৃন্দরা জাগো হিন্দু পরিষদ  রাঙ্গামাটি জেলা শাখার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে  ভূয়সী  প্রশংসা করেন এবং ভবিষ্যতে  পরিষদের হাতকে শক্তিশালী করতে দিক নিদর্শনা ও পরামর্শ দেন। 

রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে  এবং সারথী বৃন্দকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশা ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানে আগত অতিথি  এবং বিভিন্ন সংগঠনকে  সম্মাননা স্মারক  তুলে দেন জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা সারথী বৃন্দ এবং আয়োজক কমিটি।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন