ঢাকা | বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাঃ ইউনুছ মিয়া (অবঃ) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ 15-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298131 জন
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাঃ ইউনুছ মিয়া (অবঃ) এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

আজ ১৬ মার্চ, ভোলা সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল (সিগনাল) মোহাঃ ইউনুছ মিয়া এর তৃতীয়  মৃত্যুবার্ষিকী।


২০২১ সালের এই দিনে তিনি ভোলা থেকে কয়েকজন বীরমুক্তিযোদ্ধা কে সাথে নিয়ে ভোলা থেকে দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পরেন পরবর্তীতে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, তিনি সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন।


বাংলাদেশ সেনাবাহিনী ও ভোলা জেলা প্রসাশন ও মডেল থানা  পুলিশের সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছিলো।


বীর মুক্তিযোদ্ধা মোহাঃ ইউনুছ মিয়া  বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (সিগনাল) পদে ছিলেন, 

১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনিতে উদ্যমী একজন সৈনিক হিসেবে নির্বাচিত হন এবং ১৯৬১ সালের ১৫ জুন মাসে কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকুরিতে যোগ দেন।


১৯৭১ সালে ২৫ মার্চ গভীর রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সকল বাঙ্গালী অফিসার ও সৈনিকগণ অস্ত্র সহ সেনানিবাস থেকে বিদ্রোহ করে বেরিয়ে আসে এবং নিজ নিজ এলাকায় গিয়ে মিত্র বাহিনীর সাথে মুক্তি সংগ্রামে যোগ দেন, মোহাঃ ইউনুছ মিয়া তাদের মধ্যে একজন। তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে একজন বীরমুক্তিযোদ্ধা।



দেশ স্বাধীন হবার পর তিনি বাংলাদেশ সেনা বাহীনিতে যোগ দেন এবং দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৭৬ সালে তিনি চাকুরি থেকে অবসরে আসেন।


তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) নামে একটি সমবায় প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।


এদিকে বীরমুক্তিযোদ্ধা মোহাঃ ইউনুছ মিয়া (অবঃ) এ-র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার কনিষ্ঠ পুত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিল এ-র সদস্য সচিব ও দৈনিক আজকের দর্পন এর ভোলা জেলা প্রতিনিধি এবং ভোলার বানী পএিকার স্টাফ রিপোর্টার, আশরাফুল আলম সজিব।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন