ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় এস এ বয়েজ ক্লাবের ১১তম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ 28-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300140 জন
রাঙ্গুনিয়ায় এস এ বয়েজ ক্লাবের ১১তম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এস এ বয়েজ ক্লাবের আয়োজনে ১১তম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং একই দিন রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।


ফাইনালে চ্যাম্পিয়ন হয় চন্দ্রঘোনা বন্ধু মহল ক্রিকেট একাদশ। তাদের প্রতিপক্ষ ছিল ভাংগার পাড়া ইউনাইটেড ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মো. সাইফ।


খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ বয়েজ ক্লাবের সভাপতি ও ব্যাংকার এস এম ইদ্রিস তালুকদার। প্রধান অতিথি ছিলেন ৩নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নেজাম উদ্দিন চৌধুরী। উদ্বোধন ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হোসেন সোহেল। প্রধান মেহমান ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ। প্রধান বক্তা ছিলেন এডভোকেট লোকমান হাকীম ববি। 

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির মহিউদ্দিন টিটু ও জহির জিকুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাস্টার নুরুজ্জামান তালুকদার, মোস্তফা জামাল, মাস্টার হারুন, রাশেদ চৌধুরী, মো. সোহেল রানা, আবদুল আজিজ, মিজানুর রহমান চৌধুরী, মো. আজাদ, এমদাদুল ইসলাম ফাহিম প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন