চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভিন আক্তার।
শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, দীপংকর বড়ুয়া কাঞ্চন, রাসেল চৌধুরী, আজিজুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, ওয়াসিম চৌধুরী, স্কুলের শিক্ষিকা জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, কুসুম আক্তার, সংগীতা দাশ প্রমুখ। শেষে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।