ঢাকা | বঙ্গাব্দ

খুলনা রেল সেতুতে ধাক্কালেগে রূপসা নদীতে ডুবল লাইটারেজ

  • আপলোড তারিখঃ 31-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6887 জন
খুলনা রেল সেতুতে ধাক্কালেগে রূপসা নদীতে ডুবল লাইটারেজ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার রূপসা নদীতে ডুবে গেছে লাইটারেজ জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩। জাহাজে থাকা ১৩ জন কর্মচারীকে জাহাজ কর্তৃপক্ষের ২টি ট্রলার এসে উদ্ধার করে তীরে ওঠায়।



বৃহস্পতিবার দিবাগত রাত (৩১  জানুয়ারি)রাত দুইটার দিকে  খুলনায় রূপসা রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে রূপসা নদীতে ডুবে গেছে লাইটারেজ জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩। জাহাজটিতে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে জানা গেছে। 


জাহাজের  কর্মরত সুকানি ইমাম হোসেন লিটু ও গ্রীজার অমিত কুমার শীল জানান, তারা মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসায় সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। এ সময় রূপসা রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।


জাহাজে থাকা ১৩ জন কর্মচারীকে জাহাজ কর্তৃপক্ষের ২টি ট্রলার এসে উদ্ধার করে তীরে নেয়া সম্ভব হলেও কোন কাঁচামাল উদ্ধার করা যায়নি ।


খবর পেয়ে  ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে জাহাজ উদ্ধার কার্যক্রম শুরু হয় নাই ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন