ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় হারিয়ে যাওয়া ফোন মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ

  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16644 জন
ভোলায় হারিয়ে যাওয়া ফোন মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন ভোলা থানা পুলিশ। সোমবার (২৭জানুয়ারি) দুপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো তাদের প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।


ভোলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের তত্ত্বাবধানে ও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই মোঃ আবুল বাশার হারানো মোবাইল গুলি উদ্ধার করেন।


মোবাইল ফিরে পেয়ে মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফোনটি হারিয়ে যাওয়ার পর সেটি আর ফিরে পাবো ভাবতে পারিনি। পুলিশ এত দ্রুত সেটি উদ্ধার করবে এটা ছিল আমার কল্পনার বাইরে। আমি ভোলা পুলিশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।


অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি করতে হবে, তিনি মোবাইল ফোন কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন। এবং দোকান থেকে কোন মোবাইল ফোন রশিদ ছাড়া কেনাবেচা করবেন না।


ভোলা জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন