ঢাকা | বঙ্গাব্দ

পৌষের পর মাঘ এলো আজ মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 25-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14260 জন
পৌষের পর মাঘ এলো আজ   মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পৌষের পর মাঘ এলো আজ 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২৫/০১/২০২৫ খ্রিঃ 


পৌষের পর মাঘ এলো 

আজ দারুন শীত কাল,

পৌষের শীতে তুষ করে 

আজ ফেটে যায় সব গাল।


মাঘের শীতে বাঘ কাঁপছে 

বনে প্রাণ প্রকৃতির মাঝে,

শিয়াল মামা দমেনা কভু 

সদা হাঁস মুরগি খোঁজে।


শীত নাকি বলে বুড়োর করব 

থুরা থুরা আর যুয়ানের ধরব দাঁড়ি,

পোলাপাইনের কাছে গেলে নাকি 

বলে পারি কি বা না পারি।


আমি অধম নাদান কালাম আল্লাহ

তোমার দরবারে দুই হাত তুলে 

করছি করজোড়ে মিনতি,

তোমার দুনিয়া থেকে তুলে নেও

আল্লাহ সকল প্রকার দুর্যোগ অশান্তি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন