ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় চার লক্ষাধিক টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 12-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299846 জন
দৌলতপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় চার লক্ষাধিক টাকা জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কলিয়া ইউনিয়ন এবং ধামশ্বর ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বৈরাগী ও নিরালী চরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে মাটি এবং বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে ৪১৬০০০/-(চার লক্ষ ষোল হাজার টাকা) জরিমানা করা হয়। দৌলতপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ,আনসারা। এসময় সহকারী কমিশনার ফয়েজ উদ্দিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না।

উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে ৪১৬০০০/-(চার লক্ষ ষোল হাজার টাকা) জরিমানা করা হয় এবং কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন