ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত--নদী বাঁচাতে যুব সম্মেলন

  • আপলোড তারিখঃ 28-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55025 জন
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত--নদী বাঁচাতে যুব সম্মেলন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে বেলা ১১.০০ ঘটিকায় ''নদী বাঁচাতে যুব সম্মেলন'' অনুষ্ঠিত হয়। পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এর সম্মানিত  উপদেষ্টা জনাব সৈয়দা  রিজওয়ানা হাসান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন ডঃ মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


কমিশনার মহোদয় তার বক্তব্যে সুস্থ ও সুন্দর নগরী গড়তে নদীর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নদী বাঁচাতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার  আহবান  জানান।


উক্ত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব নাফিসা আরেফিন, জেলা প্রশাসক গাজীপুর, ড. সোহারাব আলী, অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর । এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ, সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ, যুবসমাজের প্রতিনিধিবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন