এসো হে নবীন, স্বপ্নছোঁয়ার সাথে। স্বপ্ন সাজায়, একটি সুন্দর আগামীর প্রত্যাশায়। এই স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় ৩ রা আগস্ট ২০২২ সালে সংগঠিত হয়েছিল সামাজিক প্লাটফর্ম স্বপ্নছোঁয়া পরিবার।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম রিপন এর সংবাদ বিজ্ঞপ্তিতে জনাব অধ্যাপক মোঃ জৈন উদ্দিন কে প্রধান উপদেষ্টা করে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেলের নাম উল্লেখ করেন। তারা হলো জনাব অধ্যাপক মোঃ এবি.এম ছিদ্দিক, জনাব মোঃ কাউসার আহমেদ রাজু, জনাব ডাঃ মোঃ মাহবুব আলম দিদার, জনাব হাফেজ মাও. মাহফুজুর রহমান তাহসিন এবং জনাব মোঃ হাদিস খান।
স্বপ্নছোঁয়া পরিবারের প্রতিষ্ঠা পরিচালক জনাব আবু বকর সিদ্দিক, নিউজ বাংলা ২৪ কে জানান সমাজের সুবিধাবঞ্চীত মানুষের বছরে মাঝে দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ,শীতের মাঝে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,আর্থিক অভাবে চিকিৎসা করতে না পারা অসহায় অসুস্থ মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য, আর্থিক অভাবে পরাশুনা করতে না পারা ছেলে/মেয়েদের পরাশুনার দায়িত্ব বহন করা,বৃক্ষরোপণ করা, হসপিটালে থাকা মুমুর্ষ রুগীদের জন ব্লাড জোগান দেওয়া সহ যাবতীয় সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডে স্বপ্নছোঁয়া পরিবার আগ্রহী ভূমীকা পালন করে আসছে।