ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে গাড়ি এক্সিডেন্ট এ গার্মেন্টসে এর সিকিউরিটি মারা যাওয়ায় ৪টি বাসে অগ্নিসংযোগ

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 83603 জন
গাজীপুরে গাড়ি এক্সিডেন্ট এ গার্মেন্টসে এর সিকিউরিটি মারা যাওয়ায় ৪টি বাসে অগ্নিসংযোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুরে রাস্তা পার হতে গিয়ে এক গার্মেন্টসে সিকিউরিটি শ্রমিক নিহত হয়েছে  ঘটনা সূত্রে জানা যায় তারগাছ বাস স্টানে বেপরোয়া গতি  আসা এক বাসের সঙ্গে ধাক্কা লেগে এক গার্মেন্টসে সিকিউরিটি শ্রমিক নিহত হয়। গাড়ির গতি বেশি থাকায় ওই সিকিউরিটি দেহ ছিন্ন বিছিন্ন হওয়ায় ততক্ষাণিক তার পরিচয় পাওয়া যায়নি। টঙ্গী পশ্চিম থানার এসপি ও এডিছি ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করার চেষ্টা করে এবং লাশটিকে ময়নাতদন্তের জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এ সময় ক্ষিপ্ত জনগণ  ঢাকা ময়মনসিংহ সড়কের ৪টি বাসে আগুন দেয় ও যান চলাচল বন্ধ করে দেয়।


গার্মেন্টস ছুটির পর পরে ওই সিকিউরিটি শ্রমিক তার নিজ বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে  দুর্ঘটনারটি ঘটে।আসেপাশে থাকা লোকজেনর কাছ থেকে জানা যায় যে মধ্যের যেই সড়ক লেনটিতে প্রায়ই সময় দুর্ঘটনা ঘটে।কিছুদিন আগে তারগাছ এলাকায় একজন নারী শ্রমিক নিহত হয়। এ সময় জনগণ মধ্যের লেনটি বন্ধের দাবি জানায় কিন্তু মধ্যের লেনটি বন্ধ না করায় আবারো একটি দুর্ঘটনা ঘটে।


কারণ মধ্যে লেনটি ফাঁকা থাকায় দুপাশের গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে থাকে তার মধ্যে ফ্লাই ওভার থেকে উঠা নামার কারণে আরো ঝুঁকি বেশি থাকে।তই জনগণের আবারো সরকারের কাছে আবেদন করে যে মধ্যের লেনটি বন্ধ করে দিতে বা একটি ফুটওভার ব্রিজ করে দিতে যাতে সাধারণ মানুষের রাস্তা পারাপারে কোনো সমস্যা না হয়।আসলে গাজীপুর অঞ্চলে নতুন সড়কে কোনো প্রকার ফুটওভার ব্রিজ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন