ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পৌর ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ গ্রেফতার

  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97926 জন
ফুলবাড়ীতে পৌর ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত ১৫ই নভেম্বর শুক্রবার দিবাগত রাত ২টা পৌর এলাকার উপজেলা রোডের পাশে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা পুলিশ ।


প্লাবন শুভর বাবার নাম চাঁদ গুপ্ত, শুভ পেশায় একজন সাংবাদিক।ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার ঘটনায় একটি মালায় হয় কিছদিন আগে,ঐ মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাদিকুর রহমান সাদিক। ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েলের উপর হামলা চালানো হয়।


যার প্রেক্ষিতে গত ২২অক্টোবর সেচ্ছাসেবকদল নেতার বাবা রুহুল আমিন বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দয়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১জনের নাম উল্লেখ করে আরো কিছু অজ্ঞাতনামা আসামী করা হয়।


সেই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন  নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ফুলবাড়ী পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভ কে গ্রেফতার করে পুলিশ। ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাদিকুর রহমান সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন,স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার ঘটনায় মালায় অজ্ঞাতনামা আসামী হিসেবে ছাত্রলীগ নেতা প্লাবন শুভ কে গ্রেফতার করা হয়েছে। এবং ১৬ই নভেম্বর শনিবার  তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন