পাবনার জেলার চাটমোহর উপজেলায় সমবেত কন্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল দশ ঘটিকায় পৌর সদরের ব্যাংক পাড়ায় (স্টার মোড়, নারিকেলপাড়া) ছাত্র জনতা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমবেত কন্ঠে উচ্চারিত হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জাতীয় পতাকা বুকে,মাথায় বেঁধে হাজির হয় শিশু থেকে বৃদ্ধরা বাঁশি,হারমোনিয়াম,গিটার।
ডুগি-তবলায় তালে ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে সকল শ্রেণী-পেশার লোকেদের সমবেত কন্ঠে গাওয়া হলো কোটি বাঙ্গালীর প্রাণের সঙ্গীত ও বাঙ্গালীর জাতীয় সংগীত আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।
চাটমোহরের শিল্পী, কবি,সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক,সাংস্কৃতিককর্মী, নাট্যজন,অভিনেতা, উন্নয়নকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা,সুশীল সমাজের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্ব-প্রণোদিত হয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে এক সাথে গায় জাতীয় সংগীত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, নাট্যকার আসাদুজ্জামান দুলাল, সজল বিশ্বাস, সমাজ সেবক আলমগীর মোহাম্মদ, গৌতম কুন্ডু সহ প্রমুখ।
উপস্থিত ছিলেন পাবনা,জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক,পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি-গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা)।
বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, দেশের একটি মহল বাংলাদেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার, অপতৎপরতা চালাচ্ছে তাদের ঘৃণিত চক্রান্ত কোন মতে সফল হতে দেওয়া হবেনা।
বাংলাদেশে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে যে পতাকা অর্জিত হয়েছে তা পরিবর্তনের কোন সুযোগ নেই।
জাতীয় সংগীত হতে পারে ভিনদেশী কবির লেখা তাতে কিচ্ছু যায় আসেনা জাতীয় সংগীত এটা সর্বজন স্বীকৃত ও মহান মুক্তিযুদ্ধের সময় এই সংগীত কে জাতীয় সংগীতের মর্যাদা দিয়ে আমরা আমাদের আবেগ কে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম।
এখন কি এমন হয়েছে যে এটা পরিবর্তন করতে হবে বক্তারা আরো বলেন, দেশের বিভিন্ন সেক্টরে বিদ্যমান মহা সমস্যা রয়েছে সেই সকল বিষয় গুলো তুলে ধরে আমরা আমাদের অন্তবর্তীকালীন সরকার তথা বিপ্লবী সরকারের কাজে সহায়তা করি তাতে দেশ জাতি সকলেরই মঙ্গল সাধিত হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টার ও সদিচ্ছা দ্বারা সরকারকে সহায়তা করাই বর্তমান সময়ে উত্তম কাজ।
বিশেষ মহলকে উদ্দেশ্য করে বক্তারা আরো বলেন জাতীয় সংগীত ইস্যু কোন জাতীয় সমস্যা নয় এটা আপনাদের কে মনে রাখতে হবে তাতেই দেশ ও জাতির কল্যাণ।