ঢাকা | বঙ্গাব্দ

মাজলিসুল মুফাসসিরীন দেবহাটা উপজেলা কমিটি গঠন

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101712 জন
মাজলিসুল মুফাসসিরীন দেবহাটা উপজেলা কমিটি গঠন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন দেবহাটা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল রবিবার (১০ নভেম্বর) রাত ৮টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। 

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী'র সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী'র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নাবেয়ে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, ইসরাইল আশেক মাগফুর, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার, দেবহাটা মিডিয়া বিভাগের সেক্রেটারী সাংবাদিক আবু বক্কার সিদ্দিক প্রমুখ।

নবগঠিত কমিটি হলো,সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সরোয়ার হোসাইন হাবিবী, সহ-সভাপতি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, সেক্রেটারী হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার আজাদী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম হিলালী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুর রহমান আজাদী, প্রকাশনা সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম জিহাদী।


সদস্য-:-হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহফুজ, মাওলানা আল-মামুন, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মাওলানা কবির হোসেন রিপন, মাওলানা ইয়াকুব আলী, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আল-আমিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহসানউল্লাহ জিহাদী, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ, হাফেজ মাওলানা কামরুজ্জামান, হাফেজ মাওলানা সাইফুদ্দীন।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন