১২ মে সারাদেশে প্রকাশিত হয় এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল। এবারের দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় দাখিলে সর্বোচ্চ ফলাফল অর্জন করে জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা।তাদের পাশের হার ৯৫.৮৫।
তাই মাদ্রাসার সভাপতি জনাব মোঃ নূর হোসেন পাটওয়ারী ও পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী আনন্দিত।এলাকাবাসী মাদ্রাসার সভাপতি ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
এসময় এলাকাবাসী বলেন নূর হোসেন পাটওয়ারী সভাপতি হওয়ার পরে মাদ্রাসার টিনের ঘর থেকে ৪ তলা বিল্ডিং হয় ও নতুন দক্ষ শিক্ষকদের ব্যবস্থা করে মাদ্রাসা উন্নয়ন সাধন করে।সভাপতি জনাব নুর হোসেন পাটওয়ারী পক্ষ থেকে জানানো হয় এলাকাবাসী ও শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা আরো ভালো ফলাফল ও মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবো। ভালো ফলাফলের জন্য সভাপতি নূর হোসেন পাটওয়ারী সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সকল সদস্য কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।