আজ (১৩ অক্টোবর)রবিবার সকাল ৯ ঘটিকার সময় কয়রা উপজেলার ৪ নং কয়রা লঞ্চ ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ মন ৫ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ জনকে আটক করা হয়।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তি হচ্ছে ৪ নং কয়রা গ্রামের মো. আব্দুল হামিদ সানার পুত্র এয়াকুব সানা(৩৭) কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান(এস), বিএন বলেন আটককৃত ব্যক্তি ও হরিণের মাংস কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।