বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলাকারী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. লুৎফার রহমান ভূইয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. লুৎফার রহমান ভূইয়া (৪৫) জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের আতপাশা এলাকার আ. রব ভূইয়ার ছেলে ও ঢাকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
বুধবার, ৯ অক্টোবর রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ অগাস্ট বেলা অনুমান ৪টার দিকে এজাহারে উল্লেখিত ১৩৩ নং আসামি মো. লুৎফার রহমান ভূইয়া (৪৫) এর নেতৃত্বে এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া মিঠামইন উপজেলাধীন মিঠামইন বাজারে বিএনপি অফিস আক্রমন করে ভাংচুর,অগ্নিসংযোগ করে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং ছাত্রজনার উপর গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রজনতার উপর হামলা করে ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাইয়া জনমনে ত্রাস সৃষ্টি করে। ওই ঘটনার প্রেক্ষিতে মো. লোকমান হোসেন(৪৫) বাদী হয়ে কিশারগঞ্জ জেলার মিঠামইন থানায় মামলা দায়ের করেন।
বর্ণিত আসামিসহ এজাহার নামীয় অন্যান্য আসামিগণ গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক দের বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।