দেবহাটায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত থেকে।
বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য মোখেলেছুর রহমান মোখলেস, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান।
আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম, ভিডিসির সভাপতি উত্তম রায় প্রমুখ, সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, কাজী-পুরোহিতগন অংশ নেন।
এসময় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সভা, আবু বক্কার সিদ্দিক সাতক্ষীরা জেলা প্রতিনিধি : দেবহাটায় সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি, ও সি, এস ও, এর মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়,সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার, অর্থ ও সংস্থাপনা সম্পর্কিত কমিটির সভাপতি ইউপি সদস্য রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম, স্যানিটেশন ও।
পয়নিস্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে সভায় অংশ নেন।
দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিমানে” এই ¯েø গান সামনে রেখে দেবহাটায় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৫ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য।
পরিদর্শক আব্দুল্লাহ গাজী প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে শিশুদের উপযোগী করে পুষ্টিকর খাবার তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে মায়ের বাড়িতে রান্না করা পুষ্টিকর খাবার স্থাপন করা হয়।