ঢাকা | বঙ্গাব্দ

পোস্ট-পজিশনের জন্য শিক্ষকরা লালায়িত হবেন না: ইবি উপাচার্য

  • আপলোড তারিখঃ 06-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 144016 জন
পোস্ট-পজিশনের জন্য শিক্ষকরা লালায়িত হবেন না: ইবি উপাচার্য ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শিক্ষকদের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পোস্ট-পজিশন অটোমেটিক্যালি আসে আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়া তিনি বলেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।



শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার ইবি'র উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়।



শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি আমি দেখতে চাই না ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, শিক্ষার্থীরা সবাই থাকবেন ক্লাসে। আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের ইনসেভটিভ বাড়িয়ে দেয়ার জন্য গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তিনি ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। 



তিনি আরো বলেন, একটি দূষিত সমাজে যখন আমি খুব জনপ্রিয় হবো, মনে হবে যে আমিও দূষিত আর যখন এমন সমাজে আমি অজনপ্রিয় হবো, তাহলে মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি। 



অনুষ্ঠানে এএসএম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশের অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম।



এছাড়াও অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে এ এস এম বিষয়ে তুলে ধরেন স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি'র সভাপতি শোভন সাহা অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে আয়োজিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন