ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের মুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র গৌরবের মৃত্যু

  • আপলোড তারিখঃ 28-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 153147 জন
নড়াইলের মুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র গৌরবের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে শুক্রবার (২৭সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে গৌরব বিশ্বাস (২০) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়।


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মৃত, গৌরব বিশ্বাস নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত, কলেজ ছাত্র গৌরব বিশ্বাস।


নিজেদের বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে গৌরব বিশ্বাস মিটারের সঙ্গে সরবরাহ লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর পাশে টিউবয়ের উপর গিয়ে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে এ অবস্থায় সজনা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৌরব বিশ্বাস সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এই এস সি পরীক্ষা দিয়েছেন।



এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়, তবে পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন