ঢাকা | বঙ্গাব্দ

আমার পরাণ পাখি নাতে রাসুল সাঃ

  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161642 জন
আমার পরাণ পাখি   নাতে রাসুল সাঃ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ (দঃ) আমি তোমায় ডাকি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি তোমায় সৃষ্টি করছে বলে সৃজন এ জাহান-তোমার প্রেমে বিলাতে এ মন উতলা থাকে প্রান।



তোমার প্রতি ভালোবাসা রোজ হৃদয়ে রাখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ,তুমি আমায় ভালোবেসে বুকে দিও ঠাঁই-তোমার কাছে এ টুকুই চাওয়া আর কিছু না চাই।


শয়নে-স্বপনে নামটি তোমার যাবো হৃদয় রাখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ.তোমার ওছিলায় যে সৃষ্টি সারা জগত সংসার-তোমার নাম জপে পাই প্রশান্তি হৃদয়ে আমার।


ব্যর্থ হৃদয় শান্ত হয় পেতে তোমার দেখায় মুখোমুখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তোমায় আমি ডাকি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন