এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:।।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ (দঃ) আমি তোমায় ডাকি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি তোমায় সৃষ্টি করছে বলে সৃজন এ জাহান-তোমার প্রেমে বিলাতে এ মন উতলা থাকে প্রান।
তোমার প্রতি ভালোবাসা রোজ হৃদয়ে রাখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ,তুমি আমায় ভালোবেসে বুকে দিও ঠাঁই-তোমার কাছে এ টুকুই চাওয়া আর কিছু না চাই।
শয়নে-স্বপনে নামটি তোমার যাবো হৃদয় রাখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ.তোমার ওছিলায় যে সৃষ্টি সারা জগত সংসার-তোমার নাম জপে পাই প্রশান্তি হৃদয়ে আমার।
ব্যর্থ হৃদয় শান্ত হয় পেতে তোমার দেখায় মুখোমুখি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তোমায় আমি ডাকি-তোমার প্রেমে বিলাতে পারি আমার পরাণ পাখি।