ঢাকা | বঙ্গাব্দ

ব্যর্থতায় পর্যবসিত এক মহানায়ক

  • আপলোড তারিখঃ 15-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 160992 জন
ব্যর্থতায় পর্যবসিত এক মহানায়ক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

(সুত্রঃ শাহজাদী কুসুম কুমারী অনিন্দিতা প্রীতি আস্বস্ত মহিয়সী-কে উৎসর্গীত) যে হাজারও মনে হাজারও জনে পেয়েছে ভালোবাসার হাতছানি-না বুঝে মন; ছুটেছে পেতে সুুখের আলিঙ্গন, চায়নি মন চিরদিনী,হায়রে নিয়তির খেলা; হেরে গেছে সকাল-সন্ধ্যা বেলা বোধদয়ে-আজ সে একাকী,খোঁজে তার স্বপ্নের ছোঁয়ায় দেখা পথ পরাজয়ে।



হয়নি যে পথে চলা তার; সম্মিলিত পদ পরিক্রমায় নিজের ইচ্ছায়-হয়তো অপ্রকাশিত ভাষায় প্রকাশ করেও বুঝাতে পারেনি ব্যর্থতায়,মন যত মত ও পথ দেখে সঠিক নয় সবগুলো মত-পথ ভাবনার বিষয়-ভুল সিদ্ধান্তে উপনীত মন সমাজে বেশির ভাগ সময়েই পথ হারায়।



যে জীবনে সার্থকতা ব্যর্থতার সরস অংশ গ্রহনে ব্যপক ছড়াছড়ি-সে রম্য জীবনের গল্পের শহরে হাজারও লোকের রয়েছে ঘুরাঘুরি,আপন ভাবতে পারে যে সকলেই প্রমান করতে গিয়ে যত দায়ভার-নায়কের জীবনেই ঘটে থাকে উত্থান-পতন ঘটে যায় ঘটনা হাজার।



জয়-পরাজয় নির্ধারণে প্রয়োজন পড়ে রণাঙ্গন প্রয়োজন যুদ্ধ নীতি-রক্তপাত বিহীন যুদ্ধে বিজয়ী হতে কেবল বাড়াতে হয় উদার সম্প্রীতি, নায়ক শুধু বিজয়ীই হয়না,কভুও কোন ক্ষেত্রে হয় পরাজয়ে সুখী-ব্যর্থ প্রেমে নায়ক হয়না পর্যবসিত ব্যর্থ যাতনায় হয়না যে দুঃখী।



মহানায়ক জীবন সংসারে তপ্ত দুপুরে সুর্যের প্রখরতা জয় করে-ব্যর্থতা কে পাথেয় করে নবোদ্যমে তেজোদ্বীপ্ত সৌর্য-বীর্যে জীবন গড়ে,ব্যর্থতার সরস সুধা করেনি যে পান বুঝবে কি করে নায়কত্বের স্বাদ-কি করে সে পরিমাপ করবে ব্যর্থ জীবনে কেমন হয় শখ আহ্লাদ।



হারতে শিখেছি আগে ভাবি বিজয়ীও হবো অর্জিত শিক্ষা দীক্ষায়-না হারলে বিজয়ের পোক্ততা ম্লান হয়ে নির্মোহ বিমর্ষতায় ফিঁকে যায়,ব্যর্থতায় পর্যবসিত এক মহানায়ক জীবন সংগ্রাম প্রেম সংঘাতে-নীতি নৈতিকতা আদর্শের মুল্য ভাগ্যকে দিয়েছি ছেড়ে প্রকৃতির হাতে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন