ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত

  • আপলোড তারিখঃ 18-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 234304 জন
নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্র পৌর মেয়র আনজুমান আরা সভাপতি নির্বাচিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নড়াইল শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রের এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল কোচ কার্ত্তিক দাস। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কমিটির সহ সভাপতি প্রলয় কীর্ত্তণীয়ার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সহকারি কোচ আশীষ দাস,সাংবাদিক হাফিজুল নীলূ,সাংস্কৃতিক কর্মী মো.মহিউদ্দীন,ফুটবলার সবুজ বিশ্বাস,কাজল সরকার,ইরান শেখ,জাহিদ হোসেন, চিন্ময় সরকার, তন্ময় সরকার প্রমুখ।



প্রসঙ্গত শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর নড়াইল ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে পর পর ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে এই ক্লাবটি।


চলতি বছরে ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র বগুড়া আবাহনী ক্রীড়া চক্রকে ৯-০ গোলে বিধ্বস্ত করে পূর্ণ পয়েন্ট ঘরে তোলে খেলায় দলের চিন্ময় ৩টি গোল করেন। এছাড়া সবুজ বিশ্বাস,সুমন ২টি করে এবং ইরান ও রানা ১টি করে গোল করেন খেলাটি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান,পৌর মেয়র আনজুমান আরা, জেলা ক্রীড়া অফিসার।


মো.কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আইউব খান বুলু,সহকারি সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ,ডিএফএর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মন্নুসহ কয়েকশ দর্শক উপভোগ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন