ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দু'জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জল রায়,নড়াইল, জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2716 জন
নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দু'জন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে দু'জন মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত সালমান বিশ্বাস (২৩) লোহাগড়া পৌরসভার খলিসাখালী গ্রামের শামীম বিশ্বাসের ছেলে ও চঞ্চল গাজী (৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে লোহাগড়া থানার এসআই শাহিন মিয়া, এসআই আব্দুস শুকুর ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পার-মল্লিকপুর গ্রামের জনৈক আলম মিয়ার বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য সহ মাদক কারবারীকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
রাঙামাটিতে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া অতঃপরঃ স্ত্রীকে হত্যা করে

রাঙামাটিতে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া অতঃপরঃ স্ত্রীকে হত্যা করে