খুলনা পশ্চিম বনবিভাগের সুন্দরবন শাকবাড়িয়া এলাকার পাশ্ববর্তী খাল থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করছে বনবিভাগ। সোমবার ভোররাত্রে চালকিখাল এলাকা থেকে।
এ মাংস উদ্ধার করা হয়। স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান গোপন সংবাদের ভিত্তিতে কয়রা কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংস সহ একটি নৌকা জব্দ করা হয়।
এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। ফরেস্ট গার্ডের টর্চ লাইটের আলোর সামনে দূর থেকে দুই জন শিকারীকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখা যায়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।