ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে অতিরিক্ত ডিআইজি'র কালিয়া সার্কেল ও লোহাগড়া থানা পরিদর্শন

  • আপলোড তারিখঃ 31-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 268527 জন
নড়াইলে অতিরিক্ত ডিআইজি'র কালিয়া সার্কেল ও লোহাগড়া থানা পরিদর্শন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে অতিরিক্ত ডিআইজি'র কালিয়া সার্কেল ও লোহাগড়া থানা পরিদর্শন নড়াইল জেলার কালিয়া সার্কেল অফিস ও লোহাগড়া থানা পরিদর্শন করেন মোঃ নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইনান্স), বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ, খুলনা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অ্যাডিশনাল ডিআইজি বৃহস্পতিবা (৩০ মে) কালিয়া সার্কেল অফিসে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল।


এসময় উপস্থিত ছিলেন প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল)। এরপর অ্যাডিশনাল ডিআইজি কালিয়া সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লোহাগড়া থানার উদ্দেশ্যে রওনা করেন। অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারকে সাথে নিয়ে লোহাগড়া থানায় উপস্থিত হলে তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )সহ কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা।


পরে অ্যাডিশনাল ডিআইজিকে লোহাগড়া থানা পুলিশের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। অ্যাডিশনাল ডিআইজি লোহাগড়া থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রেঞ্জ অফিস খুলনার উদ্দেশ্যে রওনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন