ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ 24-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 273165 জন
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ঝালকাঠির  নলসিটিতে চোর সন্দেহ এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত রোববার ১৯শে মে দিবাগত রাত আনুমানিক ২টার সময় ঝালকাঠির নলছিটি উপজেলায় ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় এলাকায় মোঃ রিয়াজ ফকির (২৪) নামের এক যুবককে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে পিটিয়েছে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় এলাকার গ্রাম পুলিশ সিরাজ জমাদ্দার বলেন আমি রাত্রে দুইটার দিকে হাওলাদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা লোককে গাছের সাথে বেঁধে কিছু লোক পেটাচ্ছে। আমি জানতে চাইলে তারা বলে অচেনা লোক এলাকায় ঘুরতেছে হয়তো চোর হবে তাই বেঁধে রেখেছি। তারপর আমি চলে যাই বাড়িতে এবং ২০ শে মে সোমবার  সকালবেলা এসে দেখি সেখানে রাস্তায় ওই লোকটি পড়ে আছে। তারপর আমি থানায় ফোন করি এবং হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মোঃ নূরু ফকিরের ছেলে। নিহত রিয়াজ ফকিরের বাবা বলেন,আমার ছেলে ১৭ মে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের চরখালী থেকে জাহাঙ্গীর মোল্লার ট্রলারে করে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়, সেখান থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার কথা ছিল কিন্তু ঝালকাঠি কেমনে এলো এবং আমার ছেলেকে কারা হত্যা করলে এই বিষয়ে কিছুই আমি জানিনা। তবে আমি চাই এই সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচারের আওতায় আনা হোক।

সদর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাটি যেহেতু পার্শ্ববর্তী থানা নলছিটিতে ঘটেছে সেহেতু ময়নতন্ত্রের রিপোর্ট দেখে নলছিটি থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন