ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতিক পেলেন যারা

  • আপলোড তারিখঃ 21-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 274112 জন
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতিক পেলেন যারা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ১০ জন প্রার্থীকে আজ ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সোমবার (২০ মে) দুপুরে ইউএনও ও সহকারি রিটার্নিং অফিসার মীর মো. আল কামাহ তমাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন।



 চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন পেয়েছেন মোটরসাইকেল প্রতিক ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সন্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল পেয়েছেন ঘোড়া প্রতিক এবং মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন আনারস প্রতিক।


এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী পেয়েছেন চশমা প্রতিক, মো. মকলেছার রহমানে উড়োজাহাজ প্রতিক,মো. মামুনুর রশীদ তালা প্রতীক  ও মো. সোলায়মান সরকার পেয়েছেন টিউবওয়েল প্রতিক।


অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামছুন্নাহার পেয়েছেন কলস প্রতিক, মোছা. হাজরা বিবি পেয়েছেন হাঁস প্রতিক ও শিউলী রানী রায় পেয়ছেন ফুটবল প্রতীক।


 আগামী ৫ জুন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ৬৩টি কেন্দ্রে এক লাখ ৫২ হাজার ৪শ’ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর ও উন্নয়নমুখী উপজেলা পরিষদ উপহার দিবেন বলে আশা করছেন ফুলবাড়ী উপজেলার সচেতন জনগন ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন