ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনে অব্যহত জায়নবাদি ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 19-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 276242 জন
ফিলিস্তিনে অব্যহত জায়নবাদি ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অদ্য ১৯ মে  ২০২৪ইং রোজ রবিবার ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা উত্তর শাখার আওতাধীন ভোলা সরকারি কলেজ শাখায় ফিলিস্তিনে অব্যহত জায়নবাদী ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে বিশ্ব ব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনে আমরা সংহতি জানাই, পাশাপাশি জায়নবাদি ইয়াহুদি রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসন ও আরব শাসকদের নিশ্চুপ ভূমিকার  সমালোচনা করে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং বৃহত্তর মুসলিম প্রধান  দেশে কলেজ প্রশাসন কর্তৃক মানববন্ধনে বাঁধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ  মাওলানা শুয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান।


আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ রিয়াজুল ইসলাম,সদ্য সাবেক সভাপতি  মুহাম্মাদ আল আমিন।


আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের মেধাবী ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক হোসাইন আহমেদ শাহীন , ভোলা সরকারি কলেজ শাখায় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন