শ্রেষ্ঠত্বের অধিকারী সীমা রায় এসএসসি ২০২৪ খ্রি: সীমা রায় স্কুল আইডি ৫৪৩৬, রোল: ২৪৯৫০০, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। তার বাড়ি চিরিরবন্দর আন্ধারমুহা গ্রামে । বাবা অনন্ত কুমার রায় পেশায় একজন ডাক্তার। সে এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৬৭ নম্বর পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে । চতুর্থ বিষয় অতিরিক্ত ৪০ নম্বর, শারিরীক শিক্ষা- ১০০ নম্বর এবং ক্যারিয়ার শিক্ষা- ৫০ , মোট ১৯০ নম্বর বাদ দিয়ে সর্বোচ্চ ১০৬৭ নম্বর পেয়েছে। এই শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে সেরাদের সেরা হয়েছে। তার অভাবনীয় সাফল্যে আমরা গর্বিত, আনন্দিত।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন । গতবছরে দিনাজপুর বোর্ডের সর্বোচ্চ নম্বর ছিল ১০৬৬। যা এ বছর ঐ নম্বরকে ছাড়িয়ে গেছে। সীমা রায়ের স্বপ্ন পড়াশুনা করে যোগ্য,সৎ, নিষ্ঠাবান ডাক্তার হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। সীমা রায়ের স্বপ্ন বাস্তবায়িত হোক আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এ প্রত্যাশা রইল। চিরন্তন দোয়া/প্রার্থনা রইল তোমার জন্য। এগিয়ে যাও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক প্রাপ্ত দেশ বরেণ্য,চিরিরবন্দরের রুপকার প্রফেসর ডা এম আমজাদ হোসেন স্যারের মত।