ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক ও ট্রেনে কেটে নিহত এক ব্যক্তি

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280589 জন
ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক ও ট্রেনে কেটে নিহত এক ব্যক্তি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী সামসুল হক (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ভ্যানের অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল পোনে ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।


পেশায় একজন জেলে নিহত সামসুল হক পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা। তার পিতার নাম মৃত মজিবর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, দিনাজপুরগামী ঢাকা মেট্রো-ন ২০-২৪০১ কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটানিচালিত ভ্যানকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ভ্যানের ৩ যাত্রী শফিকুল (৫০), মাবুদ (৩২) ও রফিকুলকে (৩১) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফুলবাড়ি থেকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানটির চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 


অপর দিকে রেললাইনের পাশে বসে থাকা এক ব্যক্তি ট্রেন আসলে হটাত উটে দৌড় দিয়ে রেললাইন পার হওয়ার চেস্টা করলে  ট্রেনের সঙ্গে  ধাক্কাখেয়ে পড়ে যায় এবং তার পা কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম  (৭০) বাড়ি নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামে। নিহতের পারিবারিক সুত্রে যানাযায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।  তার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকজন এসে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন