ঢাকা | বঙ্গাব্দ

স্মৃতি স্মরনে

  • আপলোড তারিখঃ 07-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 279181 জন
স্মৃতি স্মরনে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

স্মৃতি স্মরনে


এস এম মনিরুজ্জামান আকাশ 

প্রভাষক-

সমাজবিজ্ঞান বিভাগ,

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,

চাটমোহর,পাবনা।


(সুত্রঃ কামনা নদীর সূর্যোদয় কামরুন্নাহার ঊষা আমার প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)


বৃষ্টি মুখর ক্ষণে তব পড়ে বেশি মনে-

তাই বসেছি লিখতে প্রেমের কবিতা,

তুমিতো রাখোনি মনে ভুলে গেছো মোরে-

তাইতো আজ কেঁদে ফেরে প্রেম সখ্যতা! 


আজন্মকাল তোমার প্রেমে ছিলাম ভিখারী-

পর করলে কেড়ে নিয়ে তুমি সবই আমারি...


হও সুখী পাও স্বামী সোহাগ প্রাণ ভরে-

রেখোনা আমার স্মৃতি সুখ-দুঃখ ব্যথায়,

আমিতো থাকবোনা হয়তো বেশিদিন ভবে-

তুমি ভেবোনা দুঃখ করোনা আমার কথায়!


রবো বেঁচে প্রেমের ভূবনে প্রেমিকের মনে-

বার বার আসতে চাই ফুলেল বসন্ত ক্ষণে...


তুমি ভালোবাসো বৃষ্টির রিনঝিন শব্দকে-

তীব্র স্রোতের গতিধারাকে প্রাণ পনে,

তদ্রূপ ভালোবাসতাম আমিও তোমাকে-

তোমার অমলিন হাসি;দৃষ্টিকে মুল্যায়ন।


আমাকে যতনে-গোপনে রেখো হৃদয়ে-

তাহলে অমরত্বে রবো বেঁচে প্রেমে তব আত্মজয়ে...


(রচনাঃ০৮ই মে'২০০৭ঈশায়ী, 

সন্ধ্যাঃ০৬:২১__০৬:৩২,

কবি ফার্মেসী, হিড়িন্দা বাজার, ডাকঃকুয়াবাসী, উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা-৬৬১০)


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন