ঢাকা | বঙ্গাব্দ

রাংগুনিয়া উপজেলা নির্বাচন

  • আপলোড তারিখঃ 21-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 287011 জন
রাংগুনিয়া উপজেলা নির্বাচন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগমও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।



রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন জমা দানের শেষ দিন এ দুই পদে অন্য কেউ মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।


তবে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে। তারা হলেন রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর মুন্সি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আব্দুল মান্নান।


চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে কোন প্রতিদ্বন্ধীতা না হলেও শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে এখানে। এই পদে মনোনয়ন জমা দেয়া প্রত্যেক প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানা গিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন