তথ্য সূত্রে জানা যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের সুনীল চন্দ্র (৫৫) নামে একটি সনাতনী পরিবারের ৫ জন সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুনীল তার ধর্ম পরিবর্তনের বিষয়টি কোর্টের মাধ্যমে এফিডিফিড করে পরে স্থানীয় মসজিদের খতিব ও আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আলীর মাধ্যমে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে তার দুই বোন, ভাগনী ও ভাগনীর দিকের নাতনীসহ কালিমা পাঠ করে মুসলিম হন।
ইসলাম গ্রহণের পর সুনীলের নাম রাখা হয় আব্দুল মালেক। আব্দুল মালেক বলেন : তিনি কারো চাপে কিংবা লোভে ধর্মপরিবর্তন করেননি বরং সেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রতি তার দীর্ঘদিন থেকে তার ভালোবাসার প্রকাশ করতেই তিনি প্রকাশ্যে শাহাদাহ পাঠ করেন। তিনি আরো জানান " জীবনের বাকী সময়টুকু তিনি ইসলাম ধর্মমতে ইবাদত করে মৃত্যু বরণ করতে চান।
মাওলানা মুহাম্মদ আলী বলেন " সুনীলের পরিবার সেচ্ছায় আমার কাছে এসে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলে আমি স্থানীয় লোকজন ও ইউপি সদস্যের উপস্থিতিতে তাদের কালেমা পাঠ করিয়ে মুসলিম বানাই৷ উক্ত নও মুসলিম পরিবারকে পুর্নবাসনে তিনি মুসলিম বিত্তবানদের নিকট আহবান জানান