ঢাকা | বঙ্গাব্দ

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২

  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 398 জন
বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের বিরামপুরে সোমবার ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।


জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেনটি রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেট অতিক্রমের সময় জয়পুরগাটগামী পাথর বোঝাই একটি ট্রাক হঠাৎ করে রেল লাইনের উপর উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় পাথর বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার আরিফ ইসলাম (২০) ঘটনাস্থলে এবং চালক মাহবুব আলমকে (৩০) হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে। নিহত দু’জন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ঐ রেলগেটে গেটম্যান থাকলেও ট্রেন আসার আগে গেট খোলা ছিল।


পার্বতীপুর জিআরপি থানার ওসি ফকরুল ইসলাম জানান, দূর্ঘটনায় নিহত একজনের লাশ পেয়েছি এবং একজন দিনাজপুর হাসপাতালে মৃত্যু বরণ করেছে বলে খবর পেয়েছি। এ দূর্ঘটনার ব্যাপারে মামলা হবে এবং গেটম্যানের দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে এই দুর্ঘটনার কারনে রাত ১টা থেকে বিরামপুর রেলগেট এলাকার মহাসড়কের দুই পাশ্বে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২