ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে ৩ বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর

  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16405 জন
বঙ্গোপসাগরে অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে  ৩ বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (২৭ জানুয়ারী) সোমবার সকালে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে জেলেরা।


জেলে সূত্রে জানা যায়  বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে তাদের কৌশল অবলম্বন করে বনদস্যুদের সুন্দরবনের দুবলার চরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।


দুবলার চরের জেলে মহাজন সূত্রে আরো  জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে জীবন বাজি রেখে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা এর আগে, আগে সন্ধ্যা ৭টার দিকে মাছ ধরা অবস্তায় মান্দার বাড়িয়া এলাকা থেকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।


আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।


জেলে জালাল উদ্দিন জানান, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।


এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নিশ্চিত না করলেও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, তিনিও প্রাথমিক ভাবে এ ঘটনার বিষয়টি জেনেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন