নবগঠিত ভান্ডারগাঁও নবশক্তি সংঘ এর অভিষেক অনুষ্ঠান এবং সকল সদস্যবৃন্দ কতৃক সাহিত্য বিনোদ পন্ডিত পূর্ণানন্দ মহাস্থবিরের স্মৃতিমন্দির বন্দনা, বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভাসদবৃন্দের পক্ষ হতে সভাপতি বাবু বাবলু বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বাবু মানস বড়ুয়াকে বরণ এবং ফুলেল অভ্যর্থনা দেওয়া হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন সভাপতি বাবলু বড়ুয়া,সহ-সভাপতি ইমন বড়ুয়া বাবু,সহ-সভাপতি বাবলু বড়ুয়া(২), সাধারণ সম্পাদক মানস বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক শোভন বড়ুয়া, অর্থ সম্পাদক মান্না বড়ুয়া (মুন্না), সহ-অর্থ সম্পাদক সানি বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন বড়ুয়া প্রিয়ন, ক্রীড়া সম্পাদক দিগন্ত বড়ুয়া, যুগ্ন-প্রচার-প্রকাশনা সম্পাদক বিজয় প্রকাশ বড়ুয়া এবং কোষাধ্যক্ষ উৎস বড়ুয়া প্রমূখ।