গত ১২ জানুয়ারি রবিবার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা ও গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামী গ্রেফতার'সহ ১৫১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসেডিল ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হাতিবান্ধা থানাধীন ৯নং আদর্শ গোতাবাদী ইউপি , ৮নং ওয়ার্ড এর আমঝোল মৌজাস্থ ধৃত আসামি মো: জাহিদুল ইসলাম (৫০) এর বসত বাড়ির উত্তরদুয়ারি শয়ন কক্ষের ভিতর হতে ৫১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসেডিল'সহ আসামি মো: জাহিদুল ইসলাম (৫০)।
কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউপির গোড়ল পাইকারটারী মৌজাস্থ রহমানপুর জামে মসজিদ এর পুর্ব পাশে থাকা পাকা রাস্তার উপর থেকে ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসেডিল'সহ আসামী মো: সাইফুল ইসলাম (২০) এবং
কালীগঞ্জ থানাধীন চলবলা ইউপির চলবলা নিথক মৌজাস্থ শিয়ালখোয়া ব্রীজে হলমোড় হতে পারঘাট গামী পাকা রাস্তার উপর হতে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা'সহ আসামী মো: শামীম হোসেন'দের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।