ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ 30-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54372 জন
খুলনায় গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (২৯ ডিসেম্বর ) রবিবার সকাল ৭ টায় খুলনার খানজাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজা এলাকায় প্রায় ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।


কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার আনুমানিক সকাল ৭ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজা ও নগদ অর্থ ও দুইটি মোবাইল ফোন সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 


আটককৃতরা হলেন মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা। 


তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন