ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত ইয়াছিনের লাশ ৫ মাস পর উত্তোলন

  • আপলোড তারিখঃ 24-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58546 জন
নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত ইয়াছিনের লাশ ৫ মাস পর উত্তোলন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ভোলা জেলার ইয়াছিন আরাফাতের লাশ দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এসময় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. মেহেদী হাসান, মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমানুর হোসেনসহ ইয়াছিন আরাফাতের স্বজনরা উপস্থিত ছিলেন।


নিহত ইয়াছিন আরাফাত ওই গ্রামের মো. লাল মিয়ার ছেলে। কবর থেকে লাশ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ইয়াছিনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করছেন। মৃত্যুর পর তাড়াহুড়ো করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে ইয়াছিন আরাফাতকে দাফন করা হয়।


পরবর্তীতে তার ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল আদালত ইয়াছিন আরাফাতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন