চাঁদপুর হাইমচর উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার ২৪-২৫ বছরের জন্য ৪১ সদস্যে বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা কমিটি গঠন করা হয়।"একতা, সততা,সেবা ও সম্মৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় সংগঠনটি গঠিত হয় ২০২০ সালে।
তারাই ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যারা অতীতে কার্যক্রমে সংযুক্ত ছিলো না তাদের কে অপসারণ করা হয় এবং নতুন আগ্রহী ও যোগ্য ব্যাক্তিদেরকে নিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া ভূট্রো প্রতিষ্ঠাতা কে এম ফরিদ ও শরিফ আখন বলেন আমাদের প্রত্যাশা কার্যকরী কমিটির প্রত্যক্ষে তাদের প্রত্যেকের জায়গা থেকে সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, হোক সেটা পরামর্শ কিংবা আর্থিক সহযোগিতা বা কায়িক শ্রমের বিনিময়ে। করোনাকালীন, বন্যা,শীত,সহ বিভিন্ন সময় আমরা যেভাবে অসহায়দের পাশে ছিলাম সেভাবে সবসময় আমাদের কার্যক্রম আপনাদের নিয়ে চলমান থাকবে।
মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এর ২০২৪-২০২৫ এর কার্যকরী কমিটিতে মোঃ সৈয়দ আহমেদ গাজী কে সভাপতি, মাস্টার মোঃ মাসুদ আলম কবিরাজ কে সহ-সভাপতি ও মোঃ সাদ্দাম কবিরাজ কে সাধারণ সম্পাদক এবং ডাক্তার মোঃ মামুন মিজি কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কার্যকরী কমিটি দেওয়া হয়। কমিটির অন্যান্যদের মধ্যে মোঃ মনির কবিরাজ (মিকার)-সহ-সভাপতি,মোঃ খাজা আহম্মদ মিজি-সহ-সভাপতি,মোঃ মনির কবিরাজ-সহ-সভাপতি,মোঃ মাসুদ কবিরাজ-সহ-সভাপতি(সৌদি প্রবাসী),মোঃ কামাল হোসেন-সহ-সভাপতি(সৌদি প্রবাসী),মোঃ ফারুক পাটওয়ারী-সহ-সভাপতি(সৌদি প্রবাসী),মোঃ কামরুল ইসলাম সৈকত পাটওয়ারী-সহ-সভাপতি, মোঃ আবুল খায়ের-সহ-সভাপতি,মোঃ তানভীর গাজী-সহ-সভাপতি,দেওয়ান মোঃ রুবেল রানা-সহ-সভাপতি, রহমান আরফিন আকাশ-সহ-সভাপতি,মোঃ হাসান মিজি-সহ-সভাপতি,মোঃ শরিফ কবিরাজ-সহ-সভাপতি,মোঃ সালাউদ্দিন মাঝি-সহ-সভাপতি,মিয়াজী মোঃ মেহেদী হাসান=যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ আল-আমিন কবিরাজ-যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ মেহেদী হাসান অপু-যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ রিয়াদ কবিরাজ ( মাহমুদুল্লাহ)-যুগ্ন-সাধারন সম্পাদক,মোঃ সাগর ঢালী-যুগ্ন-সাধারণ সম্পাদক,বেপারী মোঃ দেলোয়ার হোসেন-যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃ নাজমুল হোসেন আলতাফ-যুগ্ন-সাধাণ সম্পাদক,মোঃ জুয়েল মৃধা-যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ ফয়সাল মৃধা-যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ রায়হানুল ইসলাম রোমান কবিরাজ-যুগ্ন-সাধারন সম্পাদক,মোঃ সিয়াম হোসেন সাগর পাটওয়ারী-সাংগঠনিক সম্পাদক,মোঃ রাজিব কবিরাজ-সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ ফয়সাল কবিরাজ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,মোঃ আশিক কবিরাজ-কোষাধক্ষ্য,মোঃ ইসমাইল হোসেন খান-দপ্তর সম্পাদক,মোঃ মাসুম কবিরাজ-ক্রীড়া বিষয়ক সম্পাদক,হাফেফ মোঃ মাহফুজুর রহমান-ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃ রাজু মিজি-ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মোঃ গোলাম রাব্বি-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোঃ হাসান কবিরাজ-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মোঃ আরিয়ান আহমেদ জাফর-প্রবাসী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মোঃ শাহিন কবিরাজ-সদস্য,আব্দুর রহমান-সদস্য।১০ ডিসেম্বর মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয় ও আখন মোঃ শরীফ হোসেন এবং পরিচালক আখন ইসমাইল, কামরুল ইসলাম বাবু পাটওয়ারী ২০২৪-২০২৫ এর ৪১সদস্যের কার্যকরী কমিটি অনুমোদন প্রদান করেন।