ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে, শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

  • আপলোড তারিখঃ 05-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 79110 জন
গাজীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে, শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যেগে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


দুপুরে  নগরীর ২৯নং ওয়ার্ড ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে  প্রায়  তিনশত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ডাঃ সাদেক আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। 


এসময় তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণমূলক এবং জনকল্যাণমুখী কাজের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাসব্যাপি শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির


উদ্বোধন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ছাত্রদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের সবার উচিত সামর্থ্যের আলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার শত প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি হাফেজ আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরসহ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন